হায়দ্রাবাদে “গুদাচারি ২” ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। ইতোমধ্যে তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চোট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বলিউড অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, “ঘোড়চড়ি ২” সিনেমার অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।
ইদানীং তাকে খুব কম দেখা যায় সিনেমার পর্দায়। আগের তুলনায় কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন। তবে গত ফেব্রুয়ারিতে “গুদাচারি ২” ছবির ঘোষণা দেন ইমরান হাসমি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।
এর আগে এক প্রেস বিবৃতিতে ইমরান হাসমি বলেন, “জি-টুর কাস্টে যোগ দেওয়া সত্যিই রোমাঞ্চকর। স্ক্রিপ্টটি আকর্ষণীয় এবং আমি এই স্পাই থ্রিলারটির অংশ হওয়ার অপেক্ষায় আছি।”
“গুদাচারি ২” ছবিটিতে অভিনয় করছেন আদিভি শেশও। তিনি বলেন, “জি-টু-তে ইমরান হাসমিকে পেয়ে আমি রোমাঞ্চিত। তার উপস্থিতি নিঃসন্দেহে চলচ্চিত্রে নতুন মাত্রা এনে দেবে।”
ইমরান হাসমিকে শেষ দেখা গিয়েছিল ডিজনি + হটস্টার সিরিজ শো-টাইমে। সুমিত রায় প্রযোজিত এই সিরিজে আরও অভিনয় করেছিলেন মৌনি রায়, বিজয় রাজ, শ্রিয়া সরন, রাজীব খান্ডেলওয়াল এবং নাসিরুদ্দিন শাহ। ছিলেন সালমান খানের টাইগার ৩ সিনেমাতেও।
এম এইচ/
Discussion about this post