বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত স্মার্টফোনগুলোর একটি আইফোন। অত্যাধুনিক সব ফিচারে সমৃদ্ধ অ্যাপলের এই ফ্ল্যাগশিপ ফোনটি মোটামুটি বছরজুড়েই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবারে আলোচনার কেন্দ্রে চলে এলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
প্রযুক্তি বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন টিম কুক। নিজের কাজের ক্ষেত্রে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানার ও যাচাই-বাছাই করার অভ্যাস ভদ্রলোকের। স্বাভাবিকভাবেই প্রযুক্তিপ্রেমীদের বিশ্বাস আইফোনের বিভিন্ন ফিচার তাঁর নখদর্পণে। কিন্তু ঘটনা ঘটলো ঠিক তার উলটো।
সম্প্রতি আমেরিকান ম্যাগাজিন ওয়াল স্ট্রিট জার্নালের সাথে এক সাক্ষাৎকারে বেশ বিপাকেই পড়তে দেখা যায় অ্যাপলের অন্যতম প্রধান এই কর্তাব্যক্তিকে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক বেন কোহেন টিম কুককে একাধিক ‘র্যাপিড-ফায়ার’ প্রশ্ন করতে শুরু করেন। কুকও স্বাভাবসুলভ ভঙ্গিতে জবাব দিতে থাকেন প্রতিটি প্রশ্নের। কিন্তু বিপত্তি বাধে কোহেনের খুব সাধারণ একটি প্রশ্নে: ‘গ্রুপ চ্যাটের সবচেয়ে ভালো নাম কী হতে পারে?’
প্রশ্নের উত্তরে দ্বিধান্বিত কুক পালটা প্রশ্ন করেন, ‘সেরা নাম?’ এরপর আবার বলেন, ‘আমিতো এগুলোর কোনো নাম দেই না। আপনি কি নাম দেন? তাহলেতো বিষয়টি মজার। আমিও চেষ্টা করে দেখব।’ পরবর্তীতে জানা যায়, আইমেসেজের গ্রুপ চ্যাটগুলোকে যে বিভিন্ন নামে নামকরণ করা যায় বিষয়টি জানতেনই না খোদ প্রতিষ্ঠানটির সিইও।
অর্থাৎ, আইফোনের একেবারে বেসিক একটি ফিচার যেটি অসংখ্য ইউজার প্রতিদিনই ব্যবহার করেন সে সম্পর্কে ধারণা ছিল না অ্যাপল সিইও টিম কুকের!
এস এইচ/
Discussion about this post