আইসিসির নতুন সভাপতি নির্বাচনের জন্য ২৭ অগাস্ট পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার তারিখ ছিলো। কিন্তু জয় শাহ ছাড়া আর কেউই নমিনেশন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির পরবর্তী স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয়ের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী জয়। আগামী ১ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
টানা দুই মেয়াদে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হচ্ছেন আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন জয় শাহ। তাই আনুষ্ঠানিক নির্বাচনের দরকার হচ্ছে না।
২০১৯ সালের অক্টোবর থেকে বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করছেন জয়। ২০২১ সালের অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানও তিনি। বিসিসিআইয়ের সচিব পদে তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। এখন আইসিসির দায়িত্ব নিলে বাকি পদগুলো ছাড়তে হবে তাকে।
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হচ্ছেন তিনি। তার আগে এই দায়িত্ব পালন করেছেন জাগমোহন ডালমিয়া, শারাদ পাওয়ার, এন শ্রিনিবাসন ও শাশাঙ্ক মানোহার।
২০০৯ সালে গুজরাটে ক্রিকেট সংগঠক হিসেবে ক্যারিয়ার শুরু করা জয় বিসিসিআইয়ের সচিব হন ২০১৯ সালের অক্টোবরে। ২০২২ সালে আইসিসির প্রভাবশালী ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স (এফএন্ডসিএ) কমিটির অংশ হন এবং ২০২৩ সালে এর চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। ২০২২ সালে তিনি বিসিসিআই সচিব পদে পুনরায় নির্বাচিত হন।
আগামী নভেম্বরে শেষ হবে বার্কেলের বর্তমান মেয়াদ। নতুন মেয়াদে তিনি দায়িত্ব নিতে ইচ্ছুক নন বলে গত সপ্তাহে জানিয়েছিল আইসিসি।
এম/এইচ
Discussion about this post