আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে; দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কারো কাছে ভোট চাইবে কী করে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠের কর্মী সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্য জামায়াতের আমির বলেন, দেশের মানুষের ওপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসাথে বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও তাদের দোসররা।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পাড়া-মহল্লায় চাঁদাবাজি হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। এ কাজ জামায়াতের একার পক্ষে সম্ভব না। এতে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।’
এসময় শফিকুর রহমান আরও বলেন, আগামীতে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়। যেখানে দুর্নীতি-অনিয়ম বা ঘুষ থাকবে না।
এ ইউ/
Discussion about this post