ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১০ মে) দুপুরে এনসিপির নেতাকর্মীরা কার্যালয়টি দখলে নিয়ে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। যার বেশ কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। লুটপাট করা হয় কার্যালয়টির মালামাল। এরপর থেকে পরিত্যক্ত ভাবে পড়েছিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।
সরকার পতনের ৯ মাস পর ১০ মে জাতীয় নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করে অহিদ ফয়সাল নামের এক নেতার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগের কার্যালয়টিতে প্রবেশ করে তাদের দলীয় কার্যক্রম শুরু করেন। ভবনের বাইরে ‘জাতীয় নাগরিক পার্টি, চরফ্যাশন উপজেলা কার্যালয়’ লেখা সম্বলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন তারা। এছাড়া ভবনের ছাদে একটি মাইক লাগিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তাদের বিচারের দাবিতে প্রচারণাও চালান এনসিপি নেতারা।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির সাইনবোর্ড ঝুলিয়ে ভবন দখল নিয়ে শনিবার সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির কর্মসুচির প্রস্তুতিমূলক সভা করেছেন এনসিপির নেতারা।
এনসিপির প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সাল জানান, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার এনসিপির নেতা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেন। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সব কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।
এম এইচ/
Discussion about this post