আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এনসিপিসহ বেশ কয়েকটি দল ও ছাত্র জনতার আন্দোলনের মুখে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে শাহবাগে গরু-ছাগল জবাই করেছে এনসিপির নেতাকর্মীরা ও সাধারণ মানুষ।
এনসিপিসহ কয়েকটি দল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবির মুখে গত ১০ মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ওইদিন রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার দলটির নেতাদের নামে গরু ও ছাগল জবাই করা হয়েছে।
গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করে।
এস এইচ/
Discussion about this post