আগস্ট মাস শোকের মাস, এই মাস কে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ তাঁর সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শিথিল রেখে এসেছে।গত কয়েক সপ্তাহে কোটাবিরোধী আন্দোলন ঘিরে ক্ষমতাসীন দলের সাংগঠনিক দিক তেমন ভালো যায়নি। এই শোকের মাসেই ঘুরে দাঁড়াতে চায় আওয়ামী লীগ। শোকের কর্মসূচি পালনের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও জোর দিতে চায় দলটি।
জানা গেছে, শোকের মাসে দলীয় কর্মসূচির পাশাপাশি দল ও সহযোগী সংগঠনের কোথায় কোথায় দুর্বলতা, সাম্প্রতিক কোটাবিরোধী আন্দোলনের ব্যর্থতা চিহ্নিত করার কাজও চলমান রাখবে দলটি। তৃণমূল পর্যন্ত চাঙ্গা করতে শোক পালনের কর্মসূচি বিভাগ, জেলা, থানা এমনকি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল। প্রতি বছরের মতো এই আগস্টে কর্মসূচি শুধু আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুব সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে মাসজুড়ে শোক পালনে কর্মসূচি দেওয়া হয়েছে। এতে প্রতিটি সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠনগুলো আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় সূচির বাইরেও মাসজুড়ে আলাদা আলাদা করে সংগঠনগুলো কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সব সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে কর্মসূচি পালনে আহ্বান জানানো হয়েছে। দলের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কর্মসূচি পালনকরতে বলা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি ঘেঁটে দেখা যায়, কৃষক লীগ আগস্টের প্রথম দিনে আলোচনা সভার মাধ্যমে শোকের কর্মসূচি শুরু করে। আজ (শুক্রবার) সাম্প্রতিক সহিংসতায় নিহতের উদ্দেশে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে শোক মিছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে কৃষক লীগ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগের আলোচনা সভা। সব জেলা, উপজেলা ও ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ করবে কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যরা।
৪ আগস্ট সারা দেশে যুবলীগ যুব সমাবেশ/মানববন্ধন/অবস্থান কর্মসূচি ও বিভাগীর কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবে। ৭ আগস্ট দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়নে যুব সমাবেশ/মানববন্ধন/অবস্থান কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করবে।
এস এম/
Discussion about this post