সকাল বেলার এক কাপ কফি পান যেন দিনের শুরুকে করে তোলে সতেজ। দিনটা মেঘলা হোক কিংবা ঝলমলে রোদ, প্রকৃতির দোলাচলে নিজেকে চাঙা করতে কফির তুলনা নেই।
যদি আপনাকে প্রশ্ন করি, এক কাপ কফির সঙ্গে সবচেয়ে ভালো কী যায়? তখন কি উত্তর দেবেন? মার্কিন গায়ক ও অভিনেতা হেনরি রোলিন্স এর সহজ একটি উত্তর কফিপ্রেমিদের দিয়েছেন। তার মতে, এক কাপ কফির সঙ্গে সবচেয়ে ভালো যায় আরেক কাপ কফি! কফির জাদুতে মুগ্ধ মানুষরা কেবল এক কাপ কফিতে সন্তুষ্ট থাকেন না; তাদের মন চায় আরও এক কাপ।
কফির উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম।
এছাড়া শরীরে অতিরিক্ত চর্বি কমাতে প্রাকৃতিক উপাদানের মধ্যে ক্যাফেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কফি পান হরমোন এপিনেফ্রিন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে শারীরিক কর্মক্ষমতা, পেশি শক্তি এবং সামগ্রিক ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। ফলে বিষণ্নতা-উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়
অন্যদিকে কফিতে থাকা ক্যাফেইন শরীরের ডোপামিনের নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবে নিউরনের কার্যকারিতা বৃদ্ধি পায় ও শরীরের ক্লান্তি ভাব অনেকটা কমে যায়।
এমনকি ত্বকের যত্নে কফি ভালো স্ক্রাবের কাজ করে। রোদে পোড়া ত্বক ও অ্যান্টিরিংকেল দূর করতে কফির জুড়ি মেলা ভার। চুলের যত্নে সপ্তাহে অন্তত একদিন কফি পানিতে ফুটিয়ে সেই পানি চুলে লাগালে অতিরিক্ত চুল পড়া কমে যায়। পাশাপাশি রুক্ষতা কমিয়ে চুলের উজ্জ্বলতাও ফিরে আসে।
আন্তর্জাতিক কফি দিবস আজ ১ অক্টোবর। কফির জনপ্রিয়তাকে খেয়ালে রেখে ২০১৪ সালে ১ অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসাবে ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও)। ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়। যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি কফির উৎপাদন হয় ব্রাজিলে, তবে কফি পানের দিক থেকে এগিয়ে আছে ফিনল্যান্ডের মানুষ। পানীয় হিসেবে কফি রয়েছে বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে।
বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও পালন করা হয় কফি দিবস। দিনটিকে পালন করতে শহরের অনেক কফি হাউস ও ক্যাফে তাদের ক্রেতাদের জন্য আজকের দিনে বিনামূল্যে কফি, বোজো অফার (একটি কিনলে আরেকটি ফ্রি), মূল্যছাড় এবং গেম খেলে কফি জেতার সুযোগ দিচ্ছে। যারা কফিপ্রেমী, তাদের জন্য আজকের দিনটি হবে আনন্দের, কারণ প্রিয়জনের সঙ্গে কফির চুমুকে বিশেষ এই দিনটি উদযাপন করার সুযোগ রয়েছে হাতের নাগালেই।
এসপ্রেসো, ক্যাপুচিনো, লাতে, ফ্র্যাপুচিনো, মোকা, অ্যামেরিকানো নাকি আফোগাতো? আপনি কোনটি বেছে নেবেন? কারণ আজকের দিনটি শুধুই কফিপ্রেমিদের জন্য। আমাদের দেশে চায়ের জনপ্রিয়তা থাকলেও কফিপ্রেমিদের সংখ্যাও কিন্তু কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে কফির জনপ্রিয়তাও বেড়ে চলছে। পছন্দ মতো এককাপ কফি নিয়ে উপভোগ করতে পারেন আজকের দিন।
এ ইউ/
Discussion about this post