এতদিন ফ্লাইট ওঠানামা হতো সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এখন থেকে সেই ফ্লাইট মিলবে রাত ১০টা পর্যন্ত। রোববার (২৭ অক্টোবর) থেকে কক্সবাজার বিমানবন্দরে নতুন শিডিউলে ফ্লাইট ওঠানামা করবে। অনেকেই মনে করছেন, এতে দিনে গিয়ে দিনে ঘুরে-ফিরে আসতে পারবেন পর্যটক ও যাত্রীরা।
নতুন সুবিধা কার্যকর হলে পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর যাত্রী বাড়লে ফ্লাইট সংখ্যাও বাড়বে বলে জানিয়েছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ।
কক্সবাজার বিমানবন্দরে এতদিন ফ্লাইট ওঠানামা করত সন্ধ্যা ৭টা পর্যন্ত। সম্প্রতি রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সূত্রমতে, ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্সের দৈনিক ১৭টি ফ্লাইট চালু রয়েছে। নতুন সুবিধা কার্যকর হলে বাড়বে ফ্লাইট সংখ্যা, একদিনেই কক্সবাজারে গিয়ে ঘুরে আসতে পারবেন পর্যটক ও যাত্রীরা। রাতে ফ্লাইট চালু করাকে পর্যটন প্রসারে বড় সুযোগ হিসেবে দেখছেন এ খাতের সংশ্লিষ্টরা। তবে ২৪ ঘণ্টাই কক্সবাজার বিমানবন্দরটি খোলা রাখা উচিত বলে মনে করেন তারা।
এদিকে চাকরির কারণে কক্সবাজারে অসংখ্য বিদেশি আছেন। তাদের নানা কাজে প্রায়ই ঢাকায় যেতে হয় এবং কাজ শেষে দিনের মধ্যেই আবার ফিরে আসতে হয়। রাতে ফ্লাইট চালু হলে তাদের জন্যও সুবিধা হবে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন সাংবাদিকদের জানান, রোববার থেকে নতুন সুবিধা কার্যকর হবে। শীতে যাত্রী বেশি থাকার কারণে ফ্লাইটও বাড়বে বলে মনে করেন তিনি।
এম এইচ/
Discussion about this post