যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু আজ রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে যাবেন।
তিনিও ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। এ বছর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার বিষয়টি মির্জা ফখরুল ও আমীর খসরু এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আজ রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে যাত্রা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দলের শীর্ষস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন না। তার পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে।
উল্লেখ্য, ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।
এম এইচ/
Discussion about this post