আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই মৃত্যুর ঘটনা ঘটলেই সরকারি বার্তা সংস্থা বৃহস্পতিবার তথ্যটি সবার সামনে এনেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছরের এক শিশুসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কোর্স্টগার্ড জানায়, নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। কোস্টগার্ড মরদেহগুলো উদ্ধার করেছে। এই অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরার নৌকায় করে যাচ্ছিলেন। ওই সময় এটি ডুবে যায়।
অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছয়দিন আগে এটি গাম্বিয়া-সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ।
নৌকাটিতে মোটি ১৭০ জন মানুষ ছিলেন। তাই এখনো অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
টিবি
Discussion about this post