অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ বা আটাব নির্বাচনে ফের চমক দেখাল বর্তমান মহাসচিব আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ-এর নেতৃত্বাধীন ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’। মঙ্গলবার রাজধানীর ইস্কাটন রোডের পুলিশ কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর ঘন্টাখানেক বিরতি দিয়ে শুরু হয় গণনা।
এই নির্বাচনে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ-এর নেতৃত্বাধীন ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’, ফরিদ আহমেদ মজুমদার ও এম শাহাদাত হোসেন তসলিম এর নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরাম এবং আসলাম খান ও এস এন মঞ্জুর মোরশেদ এর নেতৃত্বাধীন প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ।
আটাব নির্বাচনে প্রথমবারের মতো ভোটযুদ্ধে নামে তিনটি প্যানেল। সব পক্ষই দুর্নীতিমুক্ত আটাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে লড়েন। প্রতিদ্বন্দ্বিতা হয় বাড়ানোসহ টিকিট সিন্ডিকেট থেকে মুক্তি পেতে নিজেদের পক্ষে ভোট চান।
মঙ্গলবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। তিন প্যানলের সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্কাটন এলাকা। সব পক্ষই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত আরেফ- আফসিয়া প্যানেলের কাছে টিকতে পারেনি অন্যরা। পুরো প্যানেল নিয়েই জয়ের রেকর্ড গড়েন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।
এ এস/
Discussion about this post