এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর নির্বাচন চলছে। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ইস্কাটন রোডের পুলিশ কনভেনশন হলে সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনা ছাড়াই চলছে ভোট গ্রহণ। শেষ হবে বিকাল ৪টায়।
নির্বাচনে বর্তমান মহাসচিব আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ-এর নেতৃত্বাধীন ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’, ফরিদ আহমেদ মজুমদার ও এম শাহাদাত হোসেন তসলিম এর নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরাম এবং আসলাম খান ও এস এন মঞ্জুর মোরশেদ এর নেতৃত্বাধীন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে তিনটি প্যানলের বিপরীতে ভোট প্রয়োগ করবেন ৩ হাজার ২০০ ভোটার।
সাধারণ ভোটাররা বলছেন, যে প্যানেল জয়লাভ করুক না কেন, তারা স্মার্ট আটাব গড়ে তোলার পাশাপাশি টিকেট সিন্ডিকেট দূর, কৃত্রিম সংকট নিরসন, অনলাইন ট্রাভেল এজেন্সির সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উদ্যোগ ও অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সী কার্যক্রম বন্ধসহ দেশীয় পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এস আর/
Discussion about this post