আড়াই ঘন্টা চেষ্টার পর হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন রাত ৮টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। তবে আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
সবার সম্মিলিত চেষ্টায় আড়াই ঘণ্টা পর রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, ‘ঘটনার পরপর ভবনের ছাদে আশ্রয় নেয়া চারজনকে উদ্ধার করা হয়েছে। দোতলায় কার্পেটের গুদামে আগুন লাগে। সেখানে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হয়েছে।’
আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এ এস/
Discussion about this post