আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে নির্বাচিত হয়েছে। প্রায় আড়াই লাখ ভোট পেয়ে পেয়েছেন তিনি। এই আসনের মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিম পার্টির নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। তাছাড়া এনপিপির শেখ আবুল কালাম (আম) ৪৬০ ও জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ ফলাফল ঘোষণা করেন।
টানা তিনবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এর আগে ১৯৯৬ সালেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে তার। তাহলে সবমিলিয়ে পাঁচবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।
এ এস/
Discussion about this post