রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) মো. আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগ প্রাপ্ত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
ক্ষমতার পালাবদলে আন্দোলনের মুখে গত ২৪ আগস্ট পদত্যাগ করেন দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কচি। পরে সংগঠনটির নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় পর্ষদের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট খন্দকার রফিকুল ইসলামকে।
চলতি বছরের গত মার্চে বিজিএমইএর নির্বাচনে ২০২৪-২০২৬ মেয়াদের জন্য ‘সম্মিলিত পরিষদ’ এর প্যানেল বিজয়ী হয়।
বিজিএমইএ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানিমূখী তৈরি পোশাক খাতের নিবন্ধিত বাণিজ্যিক সংগঠন। কার্যক্রমে অস্থিরতা বা যথাসময়ে নির্বাচন না হওয়ার মতো বিশেষ পরিস্থিতি তৈরি হলে বাণিজ্য সংগঠন আইন ২০২২ অনুযায়ী, নিবন্ধিত সংগঠনের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। ‘ফোরাম’ প্যানেলের সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে মো. আনোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়।
এ ইউ/
Discussion about this post