বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আন্দোলন চলাকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান তিনি।
পরিদর্শনকালে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এরপর তিনি বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে। এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা।
এ এ/
Discussion about this post