ফরিদপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাসচালক সামছু মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের আলিপুর কবরস্থান থেকে ২ মাস ১৮ দিন পর তার মরদেহ উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সামছু মোল্যা নিহতের ১৬ দিন পর তার ২য় স্ত্রী মেঘলা বেগম (৩২) বাদী হতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে ঘটনার রাতেই ময়নাতদন্ত ছাড়াই সামছু মোল্যার মরদেহ দাফন করা হয়।
নিহতের ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিকেলে ফরিদপুর শহরের কোতয়ালী থানার সামনের বাদাম পট্টি সড়কে গুলিবিদ্ধ হয়ে তার বাবা মারা যান।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত সামছু মোল্যার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে সামছু মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাবৃন্দ, পুলিশ এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
এস এইচ/
Discussion about this post