বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হওয়া সাত বছরের শিশু বাসিত খান মুসাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়।
মুসার চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগে সহায়তা করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এ ছাড়া সরকার, আন্তর্জাতিক সংস্থা, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং দেশের সাধারণ মানুষ মুসার চিকিৎসায় অর্থসহায়তা দিয়ে পাশে দাঁড়ান।
মুসার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিন মাসেরও বেশি সময় ধরে তাকে দেশে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে লাইফ সাপোর্টে থাকা মুসা বারবার সংক্রমণের শিকার হয়, এবং তার শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যায়। দেশের চিকিৎসকেরা মুসার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সুপারিশ করেন। গণমাধ্যমে এ খবর প্রচারের পর বিভিন্ন মহল থেকে সহায়তার হাত বাড়ানো হয়, যা তাকে সিঙ্গাপুরে পাঠানোর সুযোগ করে দেয়।
জানা গেছে, মুসা মুস্তাফিজুর রহমান ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান। গত ১৯ জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে আইসক্রিম কিনতে নেমে মুসা ও তার দাদি মায়া ইসলাম (৬০) গুলিবিদ্ধ হন। মায়া ইসলাম পরদিন মারা যান, আর মুসাকে মাথায় বুলেটবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর ২৬ আগস্ট মুসাকে সিএমএইচের নিউরোসার্জন বিভাগে স্থানান্তর করা হয়, যেখানে মূলত প্রাপ্তবয়স্কদের জন্য চিকিৎসা ব্যবস্থা ছিল। অবশেষে ৪ সেপ্টেম্বর থেকে মুসাকে সিএমএইচের শিশু নিউরোলজি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এ ইউ/
Discussion about this post