রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট থেকে আয় করা অর্থ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাবির একদল শিক্ষার্থী ওই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। এই কনসার্ট থেকে আয় করা অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারকে সই হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাহাত ফতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অব জুলাইয়ের একটি চুক্তি হয়েছে। আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে ওই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হন। এছাড়াও কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ ও আফটারম্যাথ এবং সংগীতশিল্পী সেজান ও হান্নান গান পরিবেশন করবেন। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কার্নার থাকবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হতে পারে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, কনসার্টটির টিকিটের শুভেচ্ছা মূল্য মোট তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এর পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এন পি/
Discussion about this post