গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নুরকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন কোটা আন্দোলন চলাকালে নুরকে একজন নেতা চার লাখ টাকা দেন। সেই টাকা কীভাবে খরচ করা হয়েছে সেসব বিষয় জানার চেষ্টা চলছে।
ডিবি প্রধান বলেন, নুরকে রিমান্ডে নেওয়ার পর নতুন তথ্য পেয়েছেন তারা। নূর নিজেও টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যে নেতা নুরকে টাকা দিয়েছে তাকেও নিয়ে আসা হয়েছে। সেই নেতার টাকা দেওয়া বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেন, কী কাজের জন্য এই টাকা নূরকে দেওয়া হয়েছে তার বিস্তারিত জানানো হয়নি।
এসময় ডিবি প্রধান বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়েও কথা বলেন। তিনি জানান, পার্থর কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্ঠা চলছে। এর আগে শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ২১ জুলাই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
টিবি
Discussion about this post