মৎস ভবন মোড়ে আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুরে বিভাগের বিচারপতির গাড়িতে হামলা হয়। এখন অবধি হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ছাড়া মুন্সীগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড় ও তোপখানা রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাজারও শিক্ষার্থীর ধাওয়ায় পুলিশ, ছাত্রলীগ, বিজিবি, আওয়ামী লীগ ও সেগুনবাগিচার অলিগলিতে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গলি থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনের পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে।
এছাড়াও মিরপুরে জড়ো হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যেতে সড়কে শিক্ষার্থীরা মাঝে মাঝে এগিয়ে আসছেন আবার আওয়ামী নেতাকর্মীদের ধাওয়া খেয়ে গলির ভেতরে ঢুকে যাচ্ছেন।
এসময় শিক্ষার্থীদের আওয়ামী নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। আওয়ামী নেতাকর্মীরাও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং লাঠি হাতে তাড়া করেন। ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি ছুড়ছে তা জানা যায়নি।
টিবি
Discussion about this post