আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার পর কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংক শাখার কাছে এই বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী এবং বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সদস্যসহ আরও চারজন রয়েছেন। কুন্দুজ প্রদেশ পুলিশের মুখপাত্র জুমাদিন খাকসার উল্লেখ করেছেন, “একজন আত্মঘাতী বোমা হামলাকারী, যে বিস্ফোরক যন্ত্র তৈরি করেছিল, সেটি বিস্ফোরণ হয়েছে।”
“কুন্দুজ প্রদেশের পুলিশ কমান্ড ঘটনার অপরাধীদের খুঁজে বের করতে এবং তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থার সাথে কাজ করছে বলেও জানান তিনি।।”
মার্কিন যুক্তরাষ্ট্র তার বাহিনী প্রত্যাহার করার পর থেকে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি আইএসআইএল (আইএসআইএস) সহ অনেক সশস্ত্র গোষ্ঠীর হুমকিও রয়ে গেছে।
এ ইউ/
Discussion about this post