আফগানিস্তানের উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশে মস্কোগামী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাতে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আফগান সংবাদমাধ্য খামা প্রেস জানিয়েছে, বিমানটি নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে বাদাখশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। তবে বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।
প্রাথমিক প্রতিবেদনে বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতের এবং এটি রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছিল বলে বলা হয়েছিল। তবে পরবর্তীতে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এটি কোনো ভারতীয় বিমান নয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২১ জানুয়ারি) দুপুরের পর হঠাৎই খবর ছড়িয়ে পরে দুর্ঘটনাকবলিত বিমানটি ভারতের যাত্রীবাহী বিমান। ভারতীয় গণমাধ্যমও এ বিষয়ে খবর প্রকাশ করে।
দেশটির বেসরকারি বিমান চলাচল সংস্থার মহাপরিচালক (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত হওয়া বিমানটি কোনো ভারতীয় এয়ারলাইন্সের নয়। আফগানিস্তানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মরক্কোর নিবন্ধিত একটি ছোট যাত্রীবাহী বিমান।
এদিকে ভয়াবহ দুর্ঘটনার কথা জানিয়েছেন বাদাখশানে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান। বিমান দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীর দল। তবে এখন পর্যন্ত সরকারি সূত্রগুলো হতাহত বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
এফএস/
Discussion about this post