ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান আগেই সুপার এইটে নিজেদের স্থান নিশ্চিত করেছিল। সি গ্রুপের এই ম্যাচটি অনেকটা সুপার এইটের ড্রেস রিহার্সেল হিসেবে বিবেচিত হয়েছিল, যেখানে ক্যারিবিয়ানরা সহজ একটি জয় পেয়েছে।
ম্যাচের ফলাফল অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শেষেই অনেকটা আঁচ করা গিয়েছিল। পাওয়ারপ্লেতে ৯২ রান, ইনিংস শেষে ২১৮ রানের বিশাল সংগ্রহ উইন্ডিজকে দিয়েছিল জটি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে ৪র্থ দলীয় সর্বোচ্চ রান এটি। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১৮ রান করেছিল ভারত। আর বিশ্বকাপে সর্বোচ্চ ২৬০ রানও এসেছিল সেবারই। কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা দাঁড় করায় বিশাল এই সংগ্রহয়ের ভিত। ক্যারিবিয়ানদের বিধ্বংসী ইনিংসের পথে একাধিক রেকর্ডও দেখেছে ক্রিকেট দুনিয়া।
এস এম
Discussion about this post