আফ্রিকার পশ্চিম সাহারার দাখলা উপকূল থেকে তিন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরক্কোর নৌবাহিনীর সদস্যরা সমুদ্র থেকে মরদেহ তিনটি উদ্ধার করে।এ সময় দুটি নৌকা থেকে আরও ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, উদ্ধার হওয়া দুটি নৌকার অবস্থায় ছিল দুর্দশাগ্রস্ত। যেকোনো সময় ঘটতে পারতো বড় ধরণের দুর্ঘটনা।
দাখলার দক্ষিণ উপকূলে দুটি আলাদা অভিযানে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সবাই সেনেগালের নাগরিক৷ এদের মধ্যে ১৮ জন নারী এবং ২৯ জন অপ্রাপ্তবয়স্ক ছিলেন৷
গত মঙ্গলবার মরক্কোর একটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, সোমবার দেশটির রয়্যাল নেভাল ইউনিট ও উপকূলীয় নজরদারি ইউনিট অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে৷
সামরিক সূত্রটি আরো জানায়, দুটি নৌকার একটি ২ অক্টোবর এবং অপরটি ১৭ অক্টোবর সেনেগালের উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল৷
এদিকে, উদ্ধারকৃত মরদেহ তিনটি দাখলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে৷ জীবিত উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসা শেষে মরক্কো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্য বলছে, সাব সাহারা আফ্রিকার রাজনৈতিক অস্থিরতা, ক্ষুধা, দারিদ্র্যের কারণে অনেকেই উন্নত জীবনের খোঁজে জীবনের ঝুঁকি নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন ৷ এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগ মরক্কো, মৌরিতানিয়া এবং সেনেগাল থেকে অবৈধভাবে যাত্রা করেন৷
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে অন্তত ২৩ হাজার ৫৩৭ জন সাব সাহারা আফ্রিকার অভিবাসী ক্যানারিতে এসেছেন৷
Discussion about this post