অভিবাসন খাতের দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠানের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্র সাংবাদিক কাজী মোহাম্মদ ইসমাঈল।
রোববার ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তালাশ টিমের অনুসন্ধানী প্রতিবেদক নাজমুল সাঈদ ও ভিডিও গ্রাফার কাজী মোহাম্মদ ইসমাঈলের হাতে সম্মানা স্মারক ও ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুসন্ধান ক্যাটাগরিতে প্রথম হোন তারা।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় পত্রিকা, টেলিভিশন, অনলাইনে কাটাগরিতে আরো ১৫ জন সাংবাদিককে অভিবাসী খাতে অবদান রাখার জন্য পুরস্কার দেয়া হয়।
এ বছর নাজমুল সাঈদ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।
ছাত্র অবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সাথে যুক্ত হন নাজমুল সাঈদ ৷ উচ্চ শিক্ষার পাশাপাশি যুক্ত থাকেন সাংবাদিকতায়। কাজের ধারাবাহিকতায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশন ও বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮, আহ্ছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। বেস্ট আরবান রিপোর্টিং-২০২৪ অর্জন করেন। নাজমুল সাঈদ এ বছর মিনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সেরা ৫-এ ছিলেন।
কাজের ধারাবাহিকতায় এর আগেও কাজী মোহাম্মদ ইসমাঈল মিনা অ্যাওয়ার্ড-২০১৬, ২০১৯ ও টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার- ২০১৫ ও ২০১৬ এবং ব্র্যাক মাইগ্রেমন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১২৩ অর্জন করেছেন।
Discussion about this post