পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি।এবং সাথে সাথে কাজীপুর উপজেলায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি, খাসরাজবাড়ি সানবান্ধা ঘাট থেকে বিশুরি গাছা ঘাট পর্যন্ত ভাঙন দেখা গেছে। যমুনার এই ব্যাপক ভাঙন প্রতিরোধ করতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কাজীপুরের খাসরাজবাড়ি ইউনিয়নকে যমুনার ভাঙন থেকে রক্ষায় পাউবো ১০ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেয়।সানবান্ধা ঘাট এলাকায় দেখা যায় স্থানীয় লোকজন ঘাটপাড়ে এসে স্বেচ্ছাশ্রমে নৌকা থেকে জিও ব্যাগ নামানোর কাজে সহযোগিতা করছেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন জানান, ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকার ভাঙন রোধে এমপি জয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে ১০ হাজার জিও ব্যাগ ফেলা হবে। প্রয়োজনে বরাদ্দ বাড়তে পারে। নতুন করে এই ভাঙন উল্লেখিত এলাকা ছাড়াও চৌহালী, শাহজাদপুরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। উল্লেখ্য, যে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের যমুনা নদীর পানি ১০ সে.মি. বেড়েছে। পানি সমতল ১১.৬৮ মিটার। অপর দিকে কাজীপুরে যমুনা নদীর পানি ১৩ সে.মি. বেড়েছে। পানির সমতল ১৩.৩০ মিটার ।
সুত্র- দৈনিক ইত্তেফাক
এস এম/
Discussion about this post