বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোবাকোর অফিস থেকে গত ৯ মে রাতে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত এক কোটি ৭২ লাখ টাকা লুট করে।
এ ঘটনায় পরদিন মামলা দায়ের করা হয়। পরে পুলিশের অভিযান চালিয়ে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বড় হাতুড়ি (হ্যামার), ১টি চাপাতি, ১টি ছুড়ি ও ১টি বোল্ট কাটার (তালা কাটার যন্ত্র) জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার ডাকাতদের দেওয়া তথ্যমতে, লুট করা টাকাগুলো তারা বিভিন্ন জায়গায় মাটিচাপা দিয়ে রাখে। পরে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরদিন শনিবার দ্বিতীয় দফায় কক্সবাজার জেলার চকরিয়া সাহারবিল এলাকায় মাটি খুঁড়ে মিলল আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার ওসি তদন্ত মো. এনামুল হক জানান, ডাকাতির ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও টাকা উদ্ধারে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
গ্রেপ্তারদের মধ্যে দুইজন আসামি এই ঘটনায় জড়িত রয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এস এইচ/
Discussion about this post