শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সারা দেশ উত্তাল। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা। গতকাল প্রকাশ্যে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তরুণ গায়ক তাসরিফ খান।
তাসরিফ খান তার ফেসবুকে লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ দেখি নাই, আবু সাঈদ ভাইকে শহীদ হতে দেখলাম। কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মানুষের নির্মমতা দেখে কেমন জানি পাথর হয়ে যাচ্ছি।’
আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে তিনি বলেন, ‘আমার সাম্যর্থ অনুযায়ী আবু সাঈদ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে চাই। উনার পরিবারের কিছু ফেইক নাম্বার সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। অথেন্টিক নাম্বার কেউ একটু সম্ভব হলে জোগাড় করে দেন প্লিজ।’
এ এস/
Discussion about this post