১৮ মাসের সামরিক প্রশিক্ষণ শেষে বাসায় ফিরলেন বিটিএস তারকা জিন। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুসারে প্রত্যেক পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। ছবিতে সেই গল্পই জানা ১৮ মাস আগে প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন ৩১ বছর বয়সী জিন, তিনিই বিটিএসের প্রথম সদস্য হিসেবে প্রশিক্ষণ শেষ করলেন। তাঁর ফেরাকে স্মরণীয় করে রাখলেন তাঁর অনুরাগীরা।
সিউল শহরের উত্তরে ইয়নচেয়ন শহরের এক প্রশিক্ষণকেন্দ্র থেকে গতকাল বুধবার ছাড়পত্র পেয়েছেন তিনি। এ সময় কোরিয়ার সামরিক বাহিনির পোশাকে দেখা গেছে তাঁকে। বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা জিনকে অভিবাদন জানিয়েছেন।
জিনের ফেরা রীতিমতো উৎসবে পরিণত হয়েছিল; বিটিএসের হিট গান ‘ডায়ানামাইট’ বাজিয়ে তাঁকে বরণ করে নেন আরএম। ব্যান্ডের সদস্য ও অনুরাগীদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েছেন জিন। উইভার্সে জিন বলেন, ‘সেই সময় আমি আবেগে আপ্লুত হয়ে কেঁদেছিলাম। গত দেড় বছর দারুণ সময় কাটিয়েছেন বলে জানান এই তারকা।
নিজের ফেরাকে উদ্যাপন করতে সিউলের জামসিল স্পোর্টস কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন জিন। এতে নির্বাচিত এক হাজার অনুরাগী তাঁর সঙ্গে হাগ করার সুযোগ পাবেন। বিটিএসের বাকি সদস্যদের সামরিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর আগামী বছর গানে ফিরতে পারে ব্যান্ডটি।
এস আই/
Discussion about this post