বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, যে সব পোশাকধারীরা জনগণের পয়সায় কেনা, বুলেট জনগণের বুকে মেরেছে। আমরা সেই পুলিশ চাই না। আমরা কোন দানব বা ঘাতক পুলিশ চাই না। পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শুধু ওসি বদল করলেই চলবেনা। দারোগা বদলালেই চলবে না।
তিনি বলেছেন, যারা জনতার বুকে গুলি চালিয়েছে, যারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার থেকে শুরু করে ঢাকা রেঞ্জের ডিআইজি কারও পার পেতে দেবো না। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হলেই কুকর্ম ডেকে যাবে তা হতে দেয়া যাবে না।
তিনি আরো, পুলিশ হবে রাষ্ট্রের পুলিশ। পুলিশ তাদের আইন মোতাবেক চলবে। দুষ্টের দমন করবে। সৃষ্ট্রের পালন করবে। তাহলে মানুষ পুলিশকে শ্রদ্ধা করবে। পুলিশ দরকার আছে উল্লেখ করে বলেন, পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না। আমরা সেই পুলিশ চাই, যে পুলিশ দেশের সন্ত্রাস নির্মূল করবে। আওয়ামী লীগ পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে। আমরা ক্ষমতায় গেলে কখনোই পুলিশ বা প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করবো না। আমরা জনগণের পুলিশ চাই। জনগণের প্রশাসন চাই। এবং রাষ্ট্রের জনগণের ক্ষমতায়ন চাই।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আগত নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যূত্থানে শহীদ শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম সহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিবার দুপুরে মাধবদী শাখা বিএনপির উদ্যেগে আটপাইকা ইউনিয়নে আয়োজিত শহীদদের স্বরনে আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন।
আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ প্রতি পরিবারকে ১ লক্ষ টাকা ও বিএনপির যুগ্ম-মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকন খোকনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে যারা নিহত হয়েছেন সে সব হত্যাকান্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশে সুশাসন আসবে।
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও সমবেদনা জানিনোর সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সদর থানা বিএনপির সভাপতি আবু সালহে চৌধুরী, মাদবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ইলিয়াস আলী ভূইয়া, নরসিংদী যুবদল সভাপতি মহসিন হোসেন বিদুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি, যুবদল ছাত্রদলসহ বিএনপির আঙ্গসংঘঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
টিবি
Discussion about this post