অন্য সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক পার্থক্য রয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আমরা ক্ষমতায় যাইনি, দায়িত্ব গ্রহণ করেছি।’
শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “হারমোনিজিং রিফোর্ম অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফর এ প্রস্পারাস বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির বলেন, ‘অন্য সরকারের সঙ্গে বর্তমানের সরকারের মৌলিক পার্থক্য রয়েছে। আমরা ক্ষমতায় যাইনি, দায়িত্ব গ্রহণ করেছি। আমরা কোনো কায়েমি স্বার্থের প্রতি দায়বদ্ধ নই।’
তিনি বলেন, ‘জনগণের স্বার্থের কথা বিবেচনা করেই আমরা নীতি নেব। আমরা উন্নয়নকে জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করতে চাচ্ছি। রাজনীতিবিদরা উশখুশ করছেন দ্রুত ক্ষমতায় যেতে, আমরাও আগের দায়িত্বে চলে যাব। তার মধ্যেই সংস্কার করতে চাই।’
‘দুর্নীতি, লাগামহীন মূল্যবৃদ্ধিসহ নানা কারণে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে মানুষের মধ্যে অনেক অসন্তোষ রয়েছে। আমরা দুর্নীতির অবকাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে উদ্যোগ নিয়েছি। আমরা নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কাঠামোগত পরিবর্তন করতে কাজ শুরু করেছি,’ বলেন তিনি।
ফাওজুল কবির বলেন, ‘আমরা সরকারকে একটা আমানত হিসেবে মনে করি। আগে সরকারি দায়িত্বকে আমানত মনে করা হয়নি। যারা সরকারকে আমানত মনে করেন, তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছি। কোন প্রকল্প নেব কিংবা বাদ দেব, তা জানতে আমরা মানুষের কাছে যাচ্ছি।’
এম এইচ/
Discussion about this post