নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দশ পাইল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।তিনি বলেন, “সোমবার দিবাগত রাতে দশ পাইল এলাকায় সড়কের পাশে তরুণ-তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।”তরুণের বয়স আনুমানিক ২৫ বছর এবং তরুণীর ২০ বছর। ওই নারীর পরনে গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ এবং পুরুষের পরনে চেক শার্ট ও জিনস প্যান্ট ছিল বলে জানিয়েছেন তিনি।
ওসি আরও জানান, ওই নারীর ওড়নায় একটি চিরকুট প্যাঁচানো ছিল। সেখানে লেখা ছিল, “আসসালামু আলাইকুম, আপনাদের সমাজে সবার কাছে আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।”ওসি বলেন, “দুইজনের মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মরদেহের পাশেই একটি বোতল পাওয়া গেছে। সেটির ভেতরও একই রকমের ঝাঁজালো দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা কীটনাশক পান করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”
এস এম/
Discussion about this post