সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকেই দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় বৃষ্টি হয়।
দুবাই ইনভেস্টমেন্ট পার্ক (ডিআইপি), আল বারশা, নাদ আল শেবা, সিলিকন ওয়েসিস, বিজনেস বে, জুমাইরাহ এবং আশপাশের এলাকাসহ দুবাইয়ের অনেক অংশে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, আবুধাবি ও ফুজাইরার কিছু অংশেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
ভারী বর্ষণে রাস্তাঘাটে পানি জমে যাওয়ার পাশাপাশি বিমান ও যান চলাচল ব্যাহত হয়। বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সৈকত এলাকা এড়িয়ে চলতে এবং প্রয়োজন না হলে বাইরে বেরুতেও বারণ করা হয়।
দুবাই পুলিশ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় আকস্মিক বন্যার আশঙ্কায় জনসাধারণকে সৈকত এলাকা ত্যাগ করার নির্দেশনা জারি করে এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির জারি করা হলুদ ও কমলা সতর্কতা অনুযায়ী, আমিরাত জুড়ে আরও বৃষ্টি হতে পারে।
Discussion about this post