আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের সতর্কবার্তায় (হিট অ্যালার্ট) এর তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চলমান তাপপ্রবাহের সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে। বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে বইছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। আজও বিশেষ করে খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।
এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
টিবি
Discussion about this post