সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গত ২৩ জুলাই ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত।
পরের দিন শুক্রবার বাংলাদেশ কনস্যুলেটে একটি বড় ধরনের মিটিং হয়। নিরাপত্তা নিয়ে দেশটির কন্ট্রোল জেনারেল তাঁর সহযোগীদের নিয়ে এই মিটিং করেন। সেখান থেকে জানা যায় যে, ওইদিন শুক্রবার সন্ধ্যায় আবারও দুবাইয়ে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিল থেকে দেশটির সরকার এ ধরনের কার্যক্রমকে বড় ধরনের ঝুঁকি হিসেবে নিয়ে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং গেপ্তার শুরু করে।
খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ আল শামসি এরই মধ্যে দণ্ড পাওয়া ৫৭ জন বাংলাদেশির বিরুদ্ধে সাজা বাস্তবায়ন বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।
এস আই/
Discussion about this post