ষাটের দশকের শেষ দিকের কবি অসীম সাহা (২০ ফেব্রুয়ারি ১৯৪৯ – ১৮ জুন ২০২৪) দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলে গেলেন পরপারে। স্বাধীনতার অব্যবহিত পূর্বের দশকে মাদারীপুরে থাকাকালীন তিনি কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তার পিতা ছিলেন নাজিমউদ্দিন কলেজের (বর্তমানে মাদারীপুর সরকারি কলেজ) অধ্যক্ষ এবং ‘সাংখ্য দর্শন ও ন্যায় দর্শন’ গ্রন্থের লেখক, বিশিষ্ট দার্শনিক অখিলবন্ধু সাহা।
লেখক পিতার সান্নিধ্যে তিনি সাহিত্যে পদার্পণ করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাংলা সাহিত্যে এমএ পাস করার পরে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শরণার্থী শিবিরের দায়িত্ব পালন করেন।
একুশে পদকপ্রাপ্ত এই কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ জুন) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।
অসীম সাহা বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ পান। এছাড়াও, সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
এস এম/
Discussion about this post