অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বিকেলে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মতবিনিময়ের কথা রয়েছে প্রধান উপদেষ্টার দৈনন্দিন সূচিতে।
রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কারসহ নির্বাচনের বিষয় নিয়ে তাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানাবেন।
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে।
শনিবার দুপুর ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকেলে কতটি রাজনৈতিক দল এই মতবিনিময়ের আমন্ত্রণ পেয়েছে তা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানা যায়নি। তবে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতবিনিময়ের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিত দলগুলো কম সংখ্যক সদস্য নিয়ে যমুনায় যাবে বলে জানা গেছে।
সবশেষ পাওয়া তথ্য মতে কখন কোন দল মতবিনিময়ে বসবে-
# বিকেল ৩টায় মতবিনিময়ে বসবে খেলাফত মজলিম ও বাংলাদেশ খেলাফত মজলিশ।
# বিকেল ৪টায় মতবিনিময়ে বসবে লিভারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)।
# বিকেল ৫টায় মতবিনিময়ে বসবে জাতীয়তাবাদী সমমনা জোট।
# সন্ধ্যা ৬টায় মতবিনিময়ে বসবে বাংলাদেশ জাসদ ও ১২ দলীয় জোট।
# সন্ধ্যা ৭টায় মতবিনিময়ে বসবে গণফোরাম ও জাতীয় পার্টি।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দলের সাথে আলোচনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
এ ইউ/
Discussion about this post