দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬টি কারখানা বন্ধ রয়েছে। শ্রমো অসন্তোষে আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬ পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে এসব কারখানা বন্ধ রয়েছে।
শ্রম আইনের এই ধারা অনুযায়ী শ্রমিকদের অযৌক্তিক ধর্মঘটের কারণে কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বেতন পাবেন না। তবে এ অঞ্চলের বাকি কারখানাগুলো সকাল থেকে চালু রয়েছে।
জানা যায়, বন্ধ থাকা কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ বন্ধ রাখতে চেয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সমকালকে জানান, ১৩ (১) ধারা তারা সহজে কার্যকর করতে চাননি। এজন্য গত প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের অযৌক্তিক আন্দোলন সত্ত্বেও এই ধারা প্রয়োগ করা হয়নি। তবে গত সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে- কোনো কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি বুঝে এ ধারা প্রয়োগ প্রয়োজন মনে করলে তারা করতে পারেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই সব কারখানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকেরা কাজে ফেরেনি।
এম এইচ/
Discussion about this post