ভারতের আসাম রাজ্যে দ্রুতগতিতে চলমান বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে আসামের গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছে পুলিশ।
গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং এএনআইকে বলেছেন, ট্রাকটি জোরহাটের দিক থেকে আসছিল।
আর বাসটি টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। বালিজান এলাকায় বিপরীতগামী ট্রাকটির সঙ্গে এটির সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করে দেরগাঁও কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে। আহত ২৭ জনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে যুক্ত হন। দুর্ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বল এসপি রাজেন নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এফএস/
Discussion about this post