ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় জুলাই বিপ্লবীরা। এসময় জাতীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ এলাকা পঞ্চগড়ে থাকলেও আন্দোলনে সামিল হতে এরইমধ্যে ঢাকায় এসেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুক্রবার এ কথা জানান তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সারজিস জানান, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে।
এদিন বাদ জুমা যমুনা সংলগ্ন ফোয়ারার পাদদেশে অবস্থান কর্মসূচীর বিষয়টিও জানান তিনি। ফেসবুকে সারজিস লিখেছেন, ‘আছি যমুনার সামনে। বাদ জুমা যমুনা সংলগ্ন ফোয়ারার পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’
সারজিস আরও জানান, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’
এর আগে আন্দোলন শুরুর পর পঞ্চগড় থেকে সারজিস লিখেন, ‘পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।’
এম এইচ/
Discussion about this post