গত আট মাসে ২৫ হাজার ৬০৫ জন বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ও ইইউ প্লাসভুক্ত দেশগুলোতে এই আশ্রয় আবেদন করা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের তথ্য বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউ প্লাসভুক্ত বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কয়েক হাজার বেড়েছে৷
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এই সময়ে মোট ১৭ হাজার ৭৩৮ জন বাংলাদেশি ইইউ এবং ইইউ প্লাসভুক্ত বিভিন্ন দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন৷ ওই হিসেবে চলতি বছর আশ্রয় আবেদনের এই সংখ্যা গত বছরের তুলনায় ৭ হাজার ৮৬৭ জন বেশি। পরিসংখ্যান বলছে, এই বাংলাদেশিরা প্রথমবারের মতো জোটের কোনো দেশে আশ্রয় চেয়েছেন৷ তবে কোন দেশে কত বাংলাদেশি আশ্রয় চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷
এদিকে, শুধু আগস্টেই আড়াই হাজার বাংলাদেশির আশ্রয় আবেদন করেছেন। তথ্য বলছে, চলতি বছরের আগস্টে মোট দুই হাজার ৬৬৫ জন বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন৷ তবে, চলতি বছর মার্চে এই দেশগুলোতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি আবেদন করেন৷
গত বছরের আগস্টে মোট তিন হাজার ১৮১ জন বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন৷
অন্যদিকে, শুধু আগস্টেই ইইউ প্লাস ভুক্ত দেশগুলোতে এক লাখ আশ্রয় আবেদন করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম জানিয়েছে, আবেদনের এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ১৮ ভাগ বেশি৷
Discussion about this post