ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার বিষয়ে মলডোভায় রোববার গণভোট অনুষ্ঠিত হয়৷ রোববার বিকেল পর্যন্ত ভোট গণনার ফলাফলে ইইউ-অন্তর্ভুক্তির পক্ষে আশা দেখা না গেলেও ব্যালট গণনা শেষে দেখা গেছে, ইইউ সদস্য হবার পথে দেশটি৷
এদিকে, ইইউতে যুক্ত হওয়ার মতামতের এই ভোটে রাশিয়ার হস্তক্ষেপ করেছে বলে দাবি মলডোভার৷
সোমবার ভোট গণনা শেষে দেখা যায়, দেশটির অর্ধেকের কিছু বেশি মানুষ অর্থাৎ ৫০ দশমিক ৩ ভাগ ইইউ সদস্যপদের পক্ষে ভোট দিয়েছেন৷ আর ৪৯ দশমিক ৯৭ ভাগের ভোট পড়েছে এর বিপক্ষে৷ দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানায়৷ ভোটপ্রদানের হার ছিল ৯৯ ভাগ৷
তার আগে রোববার বিকেল পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ব্যালট গণনা শেষ হয়৷ সেই ভোট গণনা থেকে উঠে আসছিল একদম অন্য প্রবণতা৷ বলা হচ্ছিল, হয়তো ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের বিপক্ষে আছেন এই রাষ্ট্রের মানুষেরা৷
কিন্তু বিদেশে থাকা মলডোভার নাগরিকদের ভোট গণনার পর থেকে ইইউ-অন্তর্ভুক্তির পক্ষে থাকা ভোটের জোর বাড়তে থাকে৷
২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার সাথে বন্ধন ছিন্ন করে ইউরোপিয়ান ইউনিয়নের কাছাকাছি আসতে চায় মলডোভা৷ দেশটির ২৫ লাখ মানুষের বেশিরভাগই কৃষিখাতে নিয়োজিত৷
চলতি বছরের জুন মাসে পূর্ব ইউরোপের এই দেশটির ইইউ সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়৷
গণভোটের আগের একটি জরিপে দেখা যায়, মলডোভার ৫৫ ভাগ মানুষ ইইউ অন্তর্ভুক্তির পক্ষে৷ বিপক্ষে ৩৪ ভাগ৷
রাশিয়া-ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো এই গণভোট বয়কট বা বিপক্ষে ভোটদানের জন্য প্রচার চালিয়েছে৷
এ ইউ/
Discussion about this post