রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ দুই বছর ধরে যেসব অঞ্চলে তুমুল লড়াই লড়ছে তার মধ্যে আভদিভকা একটি। ইউক্রেনের এ শহরটি রুশ বাহিনী দখলে নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’
রুশ হামলায় আভদিভকা শহরটি প্রায় ধ্বংস হয়েছে। এই শহরকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে প্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয়। দোনেৎস্ক অঞ্চলের রাজধানী শহর দোনেৎস্কের ২০১৪ সালে নিয়ন্ত্রণে নেন রুশপন্থী যোদ্ধারা। পরে গণভোটের মাধ্যমে এই অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে মস্কো। রুশ সেনারা আভদিভকা লড়াইয়ে অগ্রগতি পেয়েছে। তারা শহরটি ঘিরে ফেলার মতো অবস্থায় পৌঁছে গেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান চালান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ বাহিনীতে নতুন করে নিয়োগ করা সদস্যদের দলে দলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীকে আক্রমণ চালানোর জন্য পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র। তিনি বলেন, কংগ্রেস এখনো মিত্রদের সহায়তার বিল অনুমোদন দেয়নি। সে কারণে যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করতে পারছে না, যেগুলো তাদের এসব হামলা প্রতিহত করার জন্য জরুরিভাবে প্রয়োজন।
চলতি সপ্তাহের শুরুর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৫ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তার প্যাকেজ অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা রয়েছে। বিদেশি সহায়তার এই বিল এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে।
এ এস/
Discussion about this post