ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন। সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়।
জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।’ তিনি আরও বলেণ, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।
ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ মনে করেছিলো যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি মনে করি, জেলেনস্কি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।
প্রসঙ্গত, ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলে এ যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। যুদ্ধে দুই ইউক্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
এ ইউ/
Discussion about this post