উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর সুমিতে একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়েছে। এতে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার একদিন পরই পাল্টা হামলা হলো।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে রাশিয়ার একটি ড্রোন ভবনটিতে আঘাত হানে। পরে রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি হতাহতদের তথ্য জানান।
জেলেনস্কি বলেন, প্রতি ঘণ্টায় আমরা সুমির পরিস্থিতি সম্পর্কে আপডেট পাচ্ছি। রাশিয়ান শাহেদ ড্রোন আঘাত হানার পর ভবনটি ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।
তিনি আরও বলেন, এটি রাশিয়ান কর্মকাণ্ডের একটি বৈশিষ্ট্য । একটি সম্পূর্ণ ভবনের অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে তারা। এই ধরনের প্রতিটি হামলার জন্য বিশ্বের কাছ থেকে জবাব প্রয়োজন। সন্ত্রাসকে শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ইউক্রেনে ৮১টি ড্রোন ছুড়েছে। যার ফলে সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে।
বিমানবাহিনী ৩৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করে। অন্য ৩৯টি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। বাকি পাঁচটি ড্রোনের কী হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি ইউক্রেনীয় বাহিনী।
এদিকে টেলিগ্রামে রাতে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুমির গভর্নর ভলোদিমির আরত্যুখ একটি ক্রেন এবং ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেছেন, জরুরি পরিষেবা কর্মীরা ভবনের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।
এর আগে রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। গভীর রাতে শতাধিক ড্রোন দেশটিতে আঘাত হানে। এদের বেশিরভাগ ঠেকানো সম্ভব হলেও কয়েকটি প্রাণঘাতী আঘাত হানে।
এ ইউ/
Discussion about this post