‘বিস্ট গেমস’ শো নিয়ে ক্যালিফোর্নিয়ার মামলায় মিস্টার বিস্টের নাম। ইউটিউবার মিস্টারবিস্টকে একটি মামলায় নাম দেওয়া হয়েছে দাবি করা হয়েছে যে তার $5 মিলিয়ন জ্যাকপট গেম শোতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অভব্য আচরণ করা হয়েছে।
বলা হচ্ছে, জনপ্রিয় মার্কিন এই ইউটিউবারকে ধরা খুবই কঠিন। তবে এবার মনে হয় ৫৪ পৃষ্টার একটি মামলা তার গতি পথকে ওলোট পালোট করে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থাকা মিস্টার বিস্টের প্রযোজনা কোম্পানি মিস্টারবি২০২৪ এবং অ্যামাজনের আসন্ন প্রাইম ভিডিও শো কিমবচ গেমসের বিরুদ্ধে পাঁচজন নারী মামলা করেছেন।
এই রিয়েলিটি শো ছিল তার কোম্পানির সবচেয়ে বড় একটি প্রতিযোগিতা। যেখানে ১ হাজার প্রতিযোগি অংশ নিয়েছে। এই অনুষ্ঠানে ৫০ লাখ ডলারের পুরষ্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু মামলার কারণে এটি সংকটের মুখে পড়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, ওই প্রতিযোগিতায় নারীদের অপমান করা হয়েছে এবং নারীদের নিয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। এছাড়া যে খাবার দেয়া হয়েছে তা ছিল অস্বাস্থ্যকর এবং শরীরের জন্য ক্ষতিকর।
এ ইউ/
Discussion about this post