জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
ইউরোপে দেশ ও বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে সম্পূর্ণ নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। একাধীক সভায় সকলের মতামতের ভিত্তিতে সংগঠনটির নাম করন করা হয় “ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন” ( ই বি জে এ )
সোমবার (২২ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের এই সংগঠনটির সংবিধান ও লোগো উপস্থাপন করা হয়।
সভায় জার্মানি থেকে সাংবাদিক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালি থেকে এসকে এমডি জাকির হোসেন সুমন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া থেকে সংগঠনটির সংবিধান প্রণেতা মাহবুবুর রহমান। তাছাড়াও অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স, জার্মামী , গ্রিস ও পর্তুগাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক হাবিবুর রহমান হেলাল জানান, ইতিমধ্যেই ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন ( ই বি জে এ ) এর ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রেজিস্ট্রেশন সহ সংগঠনটির নিজস্ব লোগো, ওয়েবসাইট তৈরীর প্রস্তুতি সম্পন্ন ।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব পেজ করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশের সংবাদ কর্মীরা তাদের পরামর্শ ও সংগঠনকে এগিয়ে নিয়ে প্রবাসীদের কল্যানে কাজ করার প্রত্যায় নিয়ে বক্তব্য রাখেন। সংগঠনটি গঠনের আসল উদ্দেশ্যের ব্যাপারে সবাই একমত হন যে,ইউরোপে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও জাতীয় সম্প্রচার কেন্দ্র সমূহের ইউরোপ প্রতিনিধি এবং ইউরোপের বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এক প্লাটফর্মে আনার মাধ্যমে এই সংগঠনটি আরো বেগবান হবে।
এর ফলে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সু সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনটি দ্রুত সময়ের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে তাদের কার্যক্রম পুরোদমে শুরু করবে।
এস আর/
Discussion about this post