ইতালির একটি আশ্রয় কেন্দ্র থেকে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহত যুবকের নাম ফজলে রাব্বি। তার বয়ষ ২৪ বছর। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরার উপজেলার রামনগর গ্রামে।
এ ঘটনায় অভিযুক্ত আরেক বাংলাদেশি যুবকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি হত্যার দায়ও স্বীকার করেছে।
সোমবার রাতে দেশটির মিলান ও বলোনিয়া শহরের মাঝামাঝি পারমা এলাকায় এ ঘটনা ঘটে। এমন তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
গণমাধ্যম তথ্য বলছে, ইতালির ওই আশ্রয়ক্যাম্পেই থাকতো ফজলে রাব্বি। পরে ঘুমন্ত অবস্থায় তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে জরুরি সেবা ১১৮-তে ফোন করলে চিকিৎসক এসে ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করলেও নিরাপত্তার জন্য আটক ওই যুবকের নাম প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। তবে প্রবাসী বাংলাদেশিরা জানান, হত্যায় অভিযুক্ত ওই যুবকের নাম হোসেন মোহাম্মদ রাব্বি (২১), বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে।
হত্যাকান্ডের ঘটনায় অভিযান চালিয়ে জড়িত অপর বাংলাদেশি হোসেন মোহাম্মদ রাব্বিকে আটক করে পারমা পুলিশ। এসময় ঘটনার দায় স্বীকার করলে আদালতের মাধ্যমে হত্যাকারী রাব্বিকে কারাগারে পাঠায় তারা।
এঘটনায় আশ্রয়কেন্দ্রের পরিচালক মিকিয়েলে গুয়েররা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আমরা পুরোপুরি হতবাক। অভিবাসীদের এমন আচরণ দুঃখজনক।”
নিহত ফজলে রাব্বির তিন বছর আগে লিবিয়া হয়ে ইতালিতে এসেছিলেন এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন
Discussion about this post